নোবেলিয়ান সার্চ

বাইনারি ট্রেডিং কি জুয়া

 অনেকে বাইনারি ট্রেড সম্পর্কে জানতে চাচ্ছে। মূলত যেই কারণে জানতে চাচ্ছে তা হচ্ছে এমন, "বেশ কিছুদিন আগে একজন যোগাযোগ করে বাইনারি ট্রেড নিয়ে আলোচনা করতে। যেহেতু বিষয়টি জুয়ার সমতুল্য আমি সতর্ক করি। গতকাল তিনি জানালেন যে অনেক আয় করার সুযোগ থাকা স্বত্বেও বাইনারি ট্রেড ছেড়ে দিয়েছেন।" 

আলোচনা করা যাক বাইনারি অপশন কী? যেই বস্তুগুলোর দাম উঠা নামা করে সেগুলোর মূল্যের উপর বাজি ধরা হচ্ছে বাইনারি ট্রেড। এবার লাভ ক্ষতির হিসেব করা যাক। প্রতিটি বাইনারিতে একটি বাজি মূল্য থাকে। এই মূল্যের চেয়ে দাম বেশী  হলে আপনি জিতবেন, আবার দাম যদি কম হলে আপনি হারবেন। বিপরীত বাইনারিও সম্ভব। অর্থাৎ, বাজি মূল্যের চেয়ে দাম কমলে আপনি জিতবেন, এবং দাম বাড়লে আপনি হারবেন। যদি জিতেন টাকা পাবেন, যদি হারেন টাকা খুয়াবেন।


উদাহরণের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা যাক। 

মনেকরি ডলারের দাম আগামী ৭২ ঘন্টায় ১৩০ টাকা ছাড়াতে পারে। আপনি এই অনুমানের উপর ভিত্তি করে একটি বাইনারি কিনলেন ৪০ ডলার মূল্যে। পুরস্কার মূল্য হচ্ছে ১০০ ডলার।  


এখন যদি আগামী ৭২ ঘন্টার মধ্যে ডলারের দাম ১৩০ ছাড়ায়, আপনি ১০০ ডলার জিতবেন আবার যদি ডলারের দাম ১৩০ এর নিচে থাকে আপনি ৪০ ডলার হারাবেন। 

মুদ্রা ছাড়াও শেয়ার, কমডিটি, ক্রিপ্টো ইত্যাদির উপরও বাইনারি করা যায়। বেশ কয়েক প্রকার বাইনারি আছে যেমন ওয়ান টাচ (একবারের জন্যও যদি টাকার বিপরীতে ডলারের দাম ১৩০ ছোঁয়, আপনি জিতবেন)।

  

মোটা দাগে এগুলো বাইনারি মানে হচ্ছে দুই বা দ্বৈত। কেবল হার অথবা জিত এই দুইয়ের মধ্যে ফলাফল সীমাবদ্ধ থাকে বলে এই অপশনের নাম হচ্ছে বাইনারি অপশন। অন্যান্য ফাইন্যান্সিয়াল ডেরাইভেটিভের তুলনায় বাইনারি করা খুব সহজ এবং উত্তেজনাপূর্ণ হওয়ায় সমাজে অনেক বেশী ছড়িয়ে গেছে বাইনারি অপশন। আমার মতে এইটা সম্পূর্ণ জুয়া। 


এই ব্যাপারে মাদ্রাসার ইফতা বোর্ডের থেকে ফতোয়া আসা উচিত। আমার আইডিতে আপনারা অনেকেই আছেন যারা এই জাতীয় বিষয়গুলো নিয়ে কাজ করেন। আমি যদি কোন সাহায্যে আসতে পারি জানাবেন। আর  সংশ্লিষ্ট মহলে লেখাটি শেয়ার করবেন।  


মোহাইমিন পাটোয়ারী


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

ডোনেট করুন